ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

হোম কোয়ারেন্টাইনে ৩০ বিচারক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
হোম কোয়ারেন্টাইনে ৩০ বিচারক

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারকে গত ১৫ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইন কার্যকর হয়েছে।

তিনি জানান, তারা গত ১৫ মার্চ রাতে দেশে ফিরেছিলেন।

তারা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণে গিয়েছিলেন। তাই মন্ত্রণালয় থেকে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিদেশফেরত যেকোনো ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।