ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

করোনো সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনো সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে  

ঢাকা: করোনা ভাইরাসের উপসর্গ পাওয়ায় সৌদি আরব থেকে আসা এক দম্পতিকে বিমানবন্দর থেকেই সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই দম্পতি। বিমানবন্দরে স্ক্যানার মেশিনে জ্বর ধরা পড়ায় সকালেই তাদের বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বাংলানিউজকে বলেন, করোনো সন্দেহে ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

এর আগে সোমবার (৯ মার্চ) ইতালি ও সিঙ্গাপুর ফেরত তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে রোববার (৮ মার্চ) দেশে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরবর্তীসময়ে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।