ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ক্যান্সার সোসাইটি লটারি কার্যক্রমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ক্যান্সার সোসাইটি লটারি কার্যক্রমের উদ্বোধন

ঢাকা: ক্যান্সার সোসাইটি লটারি-২০১৮ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির উদ্যোগে রোববার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

লটারি কার্যক্রমের উদ্বোধন ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান।  

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকি।

অনুষ্ঠানে জানানো হয়, ২৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এবারও উদ্যোগ নিয়েছে ক্যান্সার সোসাইটি।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এইচএমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।