ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সীসাযুক্ত রং নিষিদ্ধের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সীসাযুক্ত রং নিষিদ্ধের দাবি ছবি: প্রতীকী

ঢাকা: সীসাযুক্ত রং নিষিদ্ধের দাবি জানিয়েছে এভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

শনিবার (২৮অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানায়।

এতে বলা হয়, মানবদেহ সীসা সহনীয় নয়।

সীসা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সীসার ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি হয়ে থাকে শিশুরা। সীসার ঝুঁকি সম্পর্কে জানুন, অন্যকে জানান এবং সীসাযুক্ত রং বর্জন করুন।

মানববন্ধনে সীসাযুক্ত রং বর্জন করে আইন প্রণয়ন করা জরুরি বলে দাবি করা হয়। এ সময় বিভিন্ন সংঠনের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।