ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শাহবাগে ওষুধের দোকানকে ৪১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
শাহবাগে ওষুধের দোকানকে ৪১ লাখ টাকা জরিমানা

ঢাকা: অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মজুদের দায়ে রাজধানীর শাহবাগ এলাকার বিভিন্ন ওষুধের দোকানকে ৪১ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শাহবাগের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, এসব দোকানগুলো অনুমোদনহীন, নকল ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছিল। এর পাশাপাশি বেশ কিছু দোকানে এগুলো মজুদ করাও ছিল।

এর জন্য র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ওষুধের দোকানকে ৪১ লাখ টাকা জরিমানা ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।