ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বদরগঞ্জে হাইড্রোসিল ক্যাম্প অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বদরগঞ্জে হাইড্রোসিল ক্যাম্প অনুষ্ঠিত বদরগঞ্জে হাইড্রোসিল ক্যাম্প অনুষ্ঠিত, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাইড্রোসিল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৫ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের সহায়তায় উপজেলার দুঃস্থ গরিব অসহায় মানুষের বিনামূল্যে হাইড্রোসিল অপারেশন করানো হয়।

এতে সার্বিক সহযোগিতা দেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের প্রধান ডা. সৈয়দা ইলোরা নাছরুল্লাহ।

সৈয়দপুর ফাইলেরীয়া হাসপাতালের কো-অডিনেটর বিপ্লব সরকার বাংলানিউজকে জানান,  এ উপজেলায় হাইড্রোসিলের অনেক রোগী আমাদের হাসপাতালে যায় অপারেশন করতে। তাদের কষ্ট ও অর্থ খরচ কমানোর জন্য আমাদের ক্ষুদ্র এ প্রয়াস।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাই রুবেল জানান, গরিব রোগীদের বিনামূল্যে হাইড্রোসিল অপারেশন করা হচ্ছে। এ রকম ক্যাম্প উপজেলায় আরও করার ব্যাপারে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।