ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ধুনটে ফারিয়া’র নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ধুনটে ফারিয়া’র নতুন কমিটি গঠন সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (ছবি: সংগৃহিত)

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়োশনের (ফারিয়া) ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ জুলাই) বিকেলে ধুনট ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রিপ্রেজেনটেটিভ জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, মইনুল ইসলাম, এমএ জব্বার হোসেন, মুক্তাদির হোসেন, তরিকুল ইসলাম সজিব আহম্মেদ, রিপন কুমার, আব্দুল আলিম।

শেষে রিপ্রেজেনটেটিভ সোহেল রানাকে সভাপতি, মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক, মারজান হোসনকে সাংগঠনিক সম্পাদক ও জাকির হোসনকে অর্থবিষয়ক সম্পাদক করে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।