ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় ‘ইউনানি চিকিৎসার অবদান’ শীর্ষক আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ৯, ২০১৭
 বগুড়ায় ‘ইউনানি চিকিৎসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ‘স্বাস্থ্য সেবায় ইউনানি চিকিৎসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; ছবি-আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইউনানি মেডিক্যাল অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে ‘স্বাস্থ্য সেবায় ইউনানি চিকিৎসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৯ জুন) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনানি মেডিক্যাল অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাকিম মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনানি আয়ুর্বেদিক শিল্প মালিক সমিতি বগুড়ার সভাপতি মসিউল আলম রাজু।

এছাড়া সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাকিম মো. সামছুর রহমান মতি, হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ম্যানেজার (সেলস) হাকিম মো. এনামুল হক, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ হাকিম মো. ওসমান গনি, এসএম রুবেল তালুকদার, হাকিম ওয়াহেদুল ইসলাম প্রমুখ।

সভা পরিচালনা করেন হাকিম মাওলানা বিল্লাল হোসেন।  সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে ইউনানি চিকিৎসাসেবা।  মানুষের আস্থা বেড়েছে বলে এই সেবায় মানুষ সেবা গ্রহণ করে সুস্থ থাকছে।  ইউনানি চিকিৎসা সেবায় আরো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করতে হবে।  আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।