ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রোগীদের হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
রোগীদের হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হেলথ কনজ্যুমার রাইটস ফোরামের মানববন্ধন/ছবি: রানা

ঢাকা: রিং বাণিজ্যের মাধ্যমে আত্মসাৎ করা হাজার কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে হেলথ কনজ্যুমার রাইটস ফোরাম। রোববার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বেল‍া ১১টায় আয়োজিত মানববন্ধনে ৫ দফা দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বছরে প্রায় ১৮ হাজার হার্টের রিংয়ের চাহিদা রয়েছে। এ চাহিদাকে কাজে লাগাচ্ছে দেশের চিকিৎসক-ব্যবসায়ী সংগঠনের একটি মহল।

রোগীদের জিম্মি করে প্রায় ২’শ কোটি টাকার রিং বাণিজ্য করছে তারা।

তবে সরকার এই বাণিজ্য বন্ধে উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো-ন্যাশনাল ফার্মাসিউটিকেলস অ্যান্ড মেডিকেল প্রাইসিং অথরিটি গঠন করা, রিং বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওষুধ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও মেডিকেল ডিভাইসে ভ্যাট প্রত্যাহার করা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/আরআর/এমেজএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।