ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুর্মিটোলা হাসপাতালে সেবার পরিধি বাড়ানো হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কুর্মিটোলা হাসপাতালে সেবার পরিধি বাড়ানো হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবার পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবার পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এবং হাসপাতালের পরিচালক ব্রি. জে. শহীদুল গণি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসাধারণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। এখানে রোগীরা এসে ভালো সেবা পাচ্ছেন। ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপর চাপ কমছে। ঢাকার বাইরের রোগীরাও এখানে সেবা নিচ্ছেন।

মন্ত্রী বলেন, এখানে আইসিইউ, সিসিইউ এবং উন্নত ও আধুনিক পরীক্ষাগুলো করা যাবে। যেহেতু এ হাসপাতালের অনেক জায়গা রয়েছে, তাই সেবাও বাড়ানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এখানেও পদায়ন করা হবে। এছাড়াও এ হাসপাতালে আরও চিকিৎসক বাড়ানো হবে। হাসপাতালের সামনের রাস্তাটি ব্যবহারের জন্যে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ চালু করা হয়েছে। ফলে ঢাকার উত্তরের মানুষেরা নিয়মিত সহজেই সেবা নিতে পারছেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএন/এমজেএফ/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।