ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ-শিকাগো ইউনিভার্সিটি সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, ডিসেম্বর ৪, ২০১৬
বিএসএমএমইউ-শিকাগো ইউনিভার্সিটি সমঝোতা চুক্তি

উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে শিকাগো ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 

ঢাকা: উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে শিকাগো ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

 

বিএসএমএমইউ’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। শিকাগো ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফর মেডিকেল অ্যাফেয়ার্স এবং ডিন (ডিভিশন অব বায়োলজিক্যাল সায়েন্সেস) প্রফেসর কেনথ এস. পোলোস্কি (এমডি)।

চুক্তি স্বাক্ষরের সময় শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক ডা. হাবিবুল আহসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।       

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ