ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

অস্থি-মজ্জার রাজা ভেজথানি হাসপাতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
অস্থি-মজ্জার রাজা ভেজথানি হাসপাতাল

ঢাকা: ব্যাংকক ভিত্তিক ভেজথানি আন্তর্জাতিক হাসপাতালকে অস্থি-মজ্জার রাজা বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হাসপাতালটির বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হয়।

ভেজথানি অস্থি সংক্রান্ত চিকিৎসার পাশাপাশি নিউরো সার্জারি, স্পাইন সার্জারি, বাইপাস সার্জারি, ত্বকের লেজার ট্রিটমেন্টসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকে। অত্যাধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি এখানে রয়েছে সর্বাধুনিক রোগ নির্ণয়ের ব্যবস্থা।

৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিবছর সারা বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৬ লাখ রোগী চিকিৎসা সেবা নেন বলে জানানো হয়।

ভেজথানি হসপাতাল সম্পর্কে জানাতে এবং বাংলাদেশি রোগীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে এই মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। মিট দ্য প্রেস-এ লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালটির মার্কেটিং ডিরেক্টর মাশা জিগনোভা।

ভেজথানি হাসপাতালে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে আগ্রহী তাদের জন্য ঢাকা ও চট্টগ্রামে দুটি ইনফরমেশন সেন্টার চালুর কথা জানান তিনি। বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা রয়েছে বলেও জানান মাশা জিগনোভা।

ইনফরমেশন সেন্টার দুটোর ঢাকা অফিস স্যুট: ১৪, চতুর্থ তলা, প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ সোনারগাঁও রোড, ঢাকা। ফোন: ০২৯৬১৪২১২, ০১৭৬৬৯৪৯৪৯৪।

চট্টগ্রাম অফিস: সেনসিভ, তৃতীয় তলা, ১৪ জামাল খান রোড, চট্টগ্রাম। ফোন: ০১৭৩৩৫৬৩৫৬৩।

মাশা জিগনোভাসহ হাসপাতালের স্পাইন সার্জন ও অস্থি বিশেষজ্ঞ একাপল লারপামনিয়েপল এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট রাচাউইচ সারেয়নকুল হাসপাতালটির সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন।

মাশা বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করতে হাসপাতালটির পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রামে এ সেমিনার আয়োজনসহ বিনামূল্যে কনসালটেশন দেওয়া হয়। মানবতার সেবার জন্য এটা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমইউএম/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।