ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বেসরকারি চিকিৎসা আইন চূড়ান্তে উপ-কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বেসরকারি চিকিৎসা আইন চূড়ান্তে উপ-কমিটি

ঢাকা: প্রস্তাবিত বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬ চূড়ান্ত করতে ছয় সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহম্মেদ, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসির প্রতিনিধি বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও বিএমএর যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

 

মঙ্গলবার (৩১ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি চিকিৎসা সেবা আইন ২০১৬ এর পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন।

আগামী ৬ জুন পরবর্তী সভায় আইনটির খসড়া পুনঃউপস্থাপন করার জন্য উপ-কমিটিকে অনুরোধ করা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।     

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।