ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: রাজশাহীতে ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মেসি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেলা শাখা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তারা মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় সড়কে বসে পড়ে তারা ‘অবৈধ’ কারিগরি মেডিকেল টেকনোলজি পোস্ট বাতিলসহ ১০ দফা দাবিতে নানা স্লোগান দেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে উঠিয়ে দেয়।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীরা। এ সময় সাহেব বাজার জিরোপয়েন্ট সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। এজন্য তাদের সেখান থেকে তুলে দেওয়া হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।