ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ হেলথ অ্যাসিসস্ট্যান্ট অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি শাখা এ সংবাদ সম্মেলন করে।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক শান্তি লাল দেওয়ান।

এসময় জেলা শাখার সভাপতি বিবেকাময় রোয়াজা, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডিশন চাকমা প্রমুখ।

৩১ মার্চের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য নিরসন করা না হলে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।