ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

কর্মবিরতিতে মমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
কর্মবিরতিতে মমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

ময়মনসিংহ: ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (০১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, হাসপাতালের চিকিৎসককে লাঞ্ছিতকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

এদিকে কর্মসূচির ঘোষণার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কর্মবিরতির কথা জানিয়ে দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে বেশ বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা।

এর আগে বিকেলে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার অভিযোগে ডা. মাজহার নামে ইর্ন্টান চিকিৎসককে লাঞ্ছিত করেন এক রোগীর স্বজনরা।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।

পরে সাড়ে ৫টার দিকে তালা খুলে দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।