ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁদপুরে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
চাঁদপুরে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুর: চাঁদপুরে সমাজ সেবা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এই সেবা কার্যক্রম চালু হয়।

১৭ জানুয়ারি বিকেল পর্যন্ত এই উপজেলার প্রতিবন্ধীরা সেবা নিতে পারবেন।

চাঁদপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী বাংলানিউজকে জানান, পর্যায়ক্রমে চাঁদপুর জেলার সব উপজেলায় প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি, উপ-পেনশনাল থেরাপিসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হবে।

১৮ ও ১৯ জানুয়ারি মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তন এবং ২০ ও ২১ জানুয়ারি কচুয়া আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এই সেবা দেওয়া হবে। উল্লেখিত তারিখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একজন থেরাপি কন্সালট্যান্ট, টেকনোলজিস্ট ও সহকারীসহ পাঁচজন এই চিকিৎসা দেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।