ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সব উপজেলা হাসপাতালে ডেন্টাল চিকিৎসক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সব উপজেলা হাসপাতালে ডেন্টাল চিকিৎসক নিয়োগ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম / ফাইল ফটো

ঢাকা: সকল উপজেলা হাসপাতালে সিনিয়র ডেন্টাল সার্জন এবং জেলা হাসপাতালে জুনিয়র কনসালটেন্টের (ডেন্টাল) পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (০৩ জানুয়ারি) বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি।



সারা দেশে ৯২৮টি দন্ত চিকিৎসকের পদ সৃষ্টির প্রক্রিয়াগত জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন মোহাম্মদ নাসিম। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে উন্নীত করার পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন তিনি।

এ সময় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম, মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুল, যুগ্ম মহাসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানীসহ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।