ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্বাধীনতা চিকিৎসক পরিষদ

আর্সনাল নতুন সভাপতি, আজিজ মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আর্সনাল নতুন সভাপতি, আজিজ মহাসচিব

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. ইকবাল আর্সনাল।

সহ সভাপতি হয়েছেন ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. এম এ রউফ সরদার, ডা. রোকেয়া সুলতানা ও ডা. আব্দুর রউফ সরদার। এছাড়া কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. আব্দুল আজিজ।

নতুন কমিটির যুগ্ম মহাসচিব হয়েছেন ডা. জাকারিয়া স্বপন, ডা. উত্তম কুমার বড়ুয়া ও ডা. মো. জুলফিকার আলী লেলিন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. আবু ইউসুফ ফকির।

বুধবার ‍(১৮ নভেম্বর) সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৩ নভেম্বর স্বাচিপের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সিদ্ধান্ত ও অর্পিত ক্ষমতাবলে বুধবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নতুন কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট: ১৮১৭ ঘণ্টা
এসকে/ জেডএস/এএসআর/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।