ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

২৭ সেপ্টেম্বর থেকে খোলা বিএসএমএমইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
২৭ সেপ্টেম্বর থেকে খোলা বিএসএমএমইউ

ঢাকা: রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেরে বহির্বিভাগ খোলা থাকছে রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হরা হয়েছে।



রেজিস্ট্রার অফিসের সেকশন অফিসার (গণসংযোগ) প্রশান্ত কুমার মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বিএসএমএমইউ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে রোগীদের সুবিধার জন্য ২৭ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখা হবে।

বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল (ইনিডোর সেবাসমূহ) ও বিভিন্ন জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী খোলা থাকবে।

উল্লেখ্য, বিএসএমএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।