ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

আইসিডিডিআরবি প্রকল্প পরিদর্শনে সুইডিশ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইসিডিডিআরবি প্রকল্প পরিদর্শনে সুইডিশ প্রতিনিধিদল

ঢাকা: ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন সুইডেন সরকারের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইসিডিডিআরবি-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেলের নের্তৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) রিসার্চ অ্যাডভাইজার ড. টেরেসা সুপ।

রাষ্ট্রদূত ফ্রিসেল বলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য উন্নয়নে  বিশেষ করে পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং মৃত্যুর হার হ্রাসে  ব্যাপক সফলতা অর্জন করেছে। এসব বিষয়ের সবই আইসিডিডিআরবি’র চিকিৎসা-সংশ্লিষ্ট গবেষণা এবং রোগনির্ণয় কাজের অংশ।

এই প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক রয়েছেন। প্রতিষ্ঠানটির সহযোগী হতে পেরে আমরা গর্বিত।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।