ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সভার (ঢাকা): সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী সেবা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশ নেন সাভার আশুলিয়া এলাকার কয়েক কয়েকশ’ নারী-পুরুষ ও প্রতিবন্ধী শিশু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির, সিআরপি বাংলাদেশ রিহ্যাব ম্যানেজার মনজুরুল ইসলাম ও গণস্বাস্থ্য প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের।

কর্মশালায় বক্তারা বলেন, সমাজের প্রতিবন্ধীরা সার্বিকভাবে প্রতিবন্ধী নয়। কোনো একদিক দিয়ে তারা প্রতিবন্ধী। যেমন, দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী প্রভৃতি। তাদের সহযোগিতা করলে এই প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত নারী-পুরুষ ও শিশু প্রতিবন্ধীদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুপুরের খাবারের জন্য বিশেষ আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।