ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ঢামেকে চিকিৎসা অবহেলা, এক ট্রলিতে দুই রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
ঢামেকে চিকিৎসা অবহেলা, এক ট্রলিতে দুই রোগী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অসচ্ছল দুজন রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগ পাওয়া গেছে। একই ট্রলিতে করে ওই দুই রোগীকে হাসপাতালের ওয়ার্ডেও নেওয়া হয়।



গাজীপুর হাসপাতাল থেকে একজন নারী ও একজন পুরুষ রোগীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন জামাল নামে এক ব্যক্তি। আধাঘণ্টা পেরিয়ে গেলেও রোগীদের নামানোর জন্য কোনো ট্রলিম্যান এগিয়ে যায়নি।

জামাল অভিযোগ করেন, রোগী দুজনের পোশাক পরিচ্ছেদ ও শারীরিক পরিস্থিতি দেখে ট্রলিম্যানরা ধরে নিয়েছেন রোগীর আর্থিক অবস্থা ভালো নয়, টাকা দিতে পারবেন না। তাই ট্রলিম্যানরা তাদের নামিয়ে জরুরি বিভাগে নিয়ে যেতে অবহেলা করেছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই রোগীকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আস‍া হয়।

দীর্ঘ সময় পরে বাবু নামে এক ট্রলিম্যান এসে রোগীর সঙ্গে আসা জামালকে বলেন, ‘ওই ধর, এই রোগীরে এহেনে নিয়ে আইছোস ক্যান?’

টাকা দিতে পারবে না জেনে এক ট্রলিতেই দুই রোগীকে তোলা হয় বলেও জানান জামাল।

জরুরি বিভাগে কর্তব্যরত সর্দার আইয়ুব আলী বলেন, এক ট্রলিতে দুই রোগী তোলার ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এক ট্রলিতে করেই দুই রোগীকে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক ২১৯ নম্বর সার্জারি ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। সার্জারি ওয়ার্ডে নেওয়ার সময় জামালকে ট্রলিম্যান বাবু গালাগালি করেন বলেও জানান জামাল।

গালাগালি সহ্য করতে না পেরে জামাল বলেন, ভাই আমি কি অপরাধ করেছি? আমাকে রোগীর সঙ্গে পাঠানো হয়েছে, তাই আমি এসেছি।

২১৯ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মোকলেছ এ প্রতিবেদককে বলেন, দেখছেন ভাই এদেশে গরীবের চিকিৎসা নাই। ভালো পোশাক পরা ধনী রোগী হলে ট্রলিম্যানরাই সব করত।

রোগী দুজনের নাম জানতে চাইলে নারী রোগী তার নাম জানান আকলিমা। অন্যদিকে পুরুষ রোগীটি কথা বলতে পারছিলেন না।

এক ট্রলিতে দুজন রোগী বহন করা প্রসঙ্গে জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. রিয়াজ মোর্শেদ বলেন, রোববার এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।