ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সিদ্ধান্ত হয়নি, মেয়ের বিয়ের বয়স ১৬ করার চিন্তা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
সিদ্ধান্ত হয়নি, মেয়ের বিয়ের বয়স ১৬ করার চিন্তা চলছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক

ঢাকা: ১৬ বছর বয়সে মেয়েদের বিয়ের আইন সরকারের চিন্তা, সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।



স্বাস্থ্য ও জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচির মিড টার্ম রিভিউ-এর ওপর এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর নির্ধারণের বিষয়ে যে আইন তৈরির প্রক্রিয়া চলছে তা এখনও প্রাথমিক পর্যায়ে। সরকারের চিন্তা মাত্র, কোনো সিদ্ধান্ত নয়।

মুক্ত আলোচনার মাধ্যমে এই আইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।  

স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. পারানিথারান।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad