ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম শুরু

বান্দরবান করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, অক্টোবর ১, ২০১৩

বান্দরবান: বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম নতুন আঙ্গিকে মঙ্গলবার থেকে পরিপূর্ণভাবে চালু হতে যাচ্ছে।  

জেলা সদরের থানছি বাস স্টেশন, ৩ নম্বর রোড ডিভিশন চত্বর এলাকায় জেলা প্রশাসক কেএম তারিক্লু ইসলাম ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন ।



পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্টপোষকতায় ৩৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট এ হাসপাতাল ভবন নির্মাণ করা হয়।
 
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, মূল ভবন ছাড়াও হাসপাতালের যাবতীয় আসবাপত্র দিয়ে সেবা কার্যক্রমকে গতিশীল করেছে উন্নয়ন বোর্ড। পর্যাপ্ত ভূমি বরাদ্দ দিয়ে ডায়াবেটিক হাসপাতালের পূর্ণাঙ্গ রূপ দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

বান্দরবান ডায়াবেটিক সমিতি পরিচালিত এ বিশেষায়িত হাসপাতালে অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্রসহ নানা সুযোগ সুবিধা রয়েছে বলে জানান টেকনিশিয়ান মংপু মারমা।

বান্দরবান জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি কেএম তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন চিকিৎসা সেবা দেওয়া হবে এ হাসপাতালে। সার্বক্ষণিক নিযুক্ত থাকবেন অভিজ্ঞ ডাক্তার, নার্স ও টেকনশিয়ানরা।

উল্লেখ্য, স্থানীয় কতিপয় দানশীল ব্যক্তি এবং সমাজসেবীদের উদ্যোগে ২০০৯ সালের জানুয়ারিতে ডায়াবেটিক হাসপাতালটি প্রথম চালু হয়। এ হাসপাতালটি চালুর ফলে পূরণ হবে বান্দরবানবাসীর দীর্ঘ দিনের দাবি।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৩
এসএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।