ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, আগস্ট ২১, ২০১৩

ফেনী: ফেনীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যক্ষ্মা নিয়ন্ত্রণ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আরিফ।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহম্মদ চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ব্র্যাক ফেনী জেলা কর্মকর্তা অরুণ কুমার রায়।

সাংবাদিক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ফেনী প্রেসক্লাব সভাপতি মীর হোসেন মীরু, ডা. আর পি সাহা, ডা. গোলাম মোস্তফা, সাংবাদিক নুরুল করিম মজুমদার, রফিকুল ইসলাম, রবিউল হক রবি, শেখ ফরিদ উদ্দিন আত্তার, সাঈদ খান, এনএন জীবন, নাজমুল হক শামীম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুর রউফ প্রমুখ।

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্রাক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
আরএ/এমজেডআর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।