ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

গুলিবিদ্ধ রবিউলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, ফেব্রুয়ারি ৮, ২০২৫
গুলিবিদ্ধ রবিউলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ড

ঢাকা: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া রবিউল হোসাইন পলাশকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ব‍্যাংককের ভেজদানি হাসপাতালে পাঠানো হয়েছে।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাকে পাঠানো হয়।

বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।  

এর আগে রবিউল হোসাইন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তিনি স্পাইনে গুলিবিদ্ধ ছিল। সিএমএইচে চিকিৎসায় গুলি বের করা হলে তার কোমরের নিচের অংশ নিস্ক্রিয় অবস্থায় ছিল এবং বসতে ও হাঁটতে না পারায় স্ট্রেচারে করে তাকে উন্নত চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।