ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওএসডি করা হলো সিরাজগঞ্জের সিভিল সার্জনকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
ওএসডি করা হলো সিরাজগঞ্জের সিভিল সার্জনকে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডা. রামপদ রায়কে ওএসডি করা হয়েছে।

 

ডা. রামপদ রায় ২০২১ সালের ৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন হন। তাকে কি কারণে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে জানাতে পারেননি কেউ।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।