ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বিশেষ বিসিএস’র মাধ্যমে ৮ হাজার চিকিৎসক নিয়োগ: শারফুদ্দিন আহমেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ৩, ২০১২
বিশেষ বিসিএস’র মাধ্যমে ৮ হাজার চিকিৎসক নিয়োগ: শারফুদ্দিন আহমেদ

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(বিএমএ) মহাসচিব ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, সামনে বিশেষ বিসিএস এর মাধ্যমে ৮ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ মেরিটেক্স বাংলাদেশ-২০১২ আন্তর্জাতিক প্রদর্শনী ও তৃতীয় ফার্মা বাংলাদেশ-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।



এ আগে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শারফুদ্দিন আহমেদ বলেন, সরকার এই পর্যন্ত নিয়মিত বিসিএস ও অ্যাডহকের মাধ্যমে অনেক চিকিৎসক নিয়োগ দিয়েছেন। বিসিএস এর মাধ্যমে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে। সামনে আরো ৮ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

৩৪তম বিসিএস বিশেষ হবে কি না জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আমাদের কথা হচ্ছে। শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ০৩, ২০১২
এমএন/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।