ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নারী ফুটবলের দুটি আসরের ড্র সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
নারী ফুটবলের দুটি আসরের ড্র সম্পন্ন

বয়সভিত্তিক নারী এএফসি অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। অ-২০ বাছাইয়ে বাংলাদেশ স্বাগতিক হয়েছে এবং অ-১৭ বাছাই খেলতে হবে সিঙ্গাপুর গিয়ে।

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপে পরেছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক সিঙ্গাপুর, আরব আমিরাত ও তুর্কমেনিস্তান। আগামী ২৬-৩০ এপ্রিল সিঙ্গাপুরে হবে বাছাইপর্বের খেলা। ২৬ এপ্রিল বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ তুর্কমেনিস্তান, ২৮ এপ্রিল আবর আমিরাত ও ৩০ এপ্রিল মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর। ২০২৪ সালের ৭-২০ জুন চূড়ান্ত পবের্র খেলা হবে ইন্দোনেশিয়া। আট গ্রুপের চ্যাম্পিয়ন দলই পাবে মূল পর্বে খেলার সুযোগ।  

অনুর্ধ্ব ২০ বাছাইয়ে আট গ্রুপ। এই আট গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা চার রানার আপ পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। ৪-১২ মার্চ অনুষ্ঠিত হবে এই বাছাই। এই পর্ব থেকে উত্তীর্ণ ১২ দল ১-১২ জুন চূড়ান্ত পর্ব খেলবে। অনুর্ধ্ব-২০ এর বাছাই পর্বে এইচ গ্রুপে পড়েছে বাংলাাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান।  

১০ মার্চ আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষে তুর্কমেনিস্তান। দ্বিতীয় ও শেষ ম্যাচে ১২ মার্চ ইরানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। অনুর্ধ্ব-২০ বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা চার রানার-আপ দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট। ২০২৪ সালের ৩-১৬ মার্চ উজবেকিস্তানে হবে মূল পর্বের খেলা।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।