ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ফুটবল

অ্যাস্টন ভিলায় অভিষেকে আলো ছড়ালেন কৌতিনহো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
অ্যাস্টন ভিলায় অভিষেকে আলো ছড়ালেন কৌতিনহো

বার্সেলোনার জার্সিতে অনুজ্জ্বল ফিলিপে কৌতিনহো অ্যাস্টন ভিলায় অভিষেকেই আলো ছড়ালেন । এই ব্রাজিলিয়ানের দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিল ভিলা।

ঘরের মাঠে প্রথমে ব্রুনো ফের্নান্দেসের জোড়া গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান জ্যাকব র্যামজি। সমতা টানেন কৌতিনহো।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রি-কিকে আলেক্স তেলেস ছোট পাস দেন ফের্নান্দেসকে। পর্তুগিজ মিডফিল্ডারের শটে ডি-বক্সে এদিনসন কাভানি পা বাড়িয়ে দিলেও বল স্পর্শ করেনি, তবে এমিলিয়ানো মার্তিনেস মনঃসংযোগ হারিয়ে ফেলেন। আর্জেন্টাইন গোলরক্ষক তার সোজাসুজি বল ধরতে পারেননি, তার বুকে লেগে দুই পায়ের ফাঁক দিয়ে জড়ায় জালে।

বিরতির পর ৬৭তম মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান বাড়ান ফের্নান্দেস। ফ্রেদের পাস ধরে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

৭৭তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। যেখানে অবদান আছে কৌতিনহোর। তার পাসে বল একজনের পা ছুঁয়ে পাওয়ার পর ডান পায়ের শটে গোলটি করেন র্যামজি। ৮২তম মিনিটে সমতায় ফেরা গোলে র্যামজি অবদান রাখেন। ইংলিশ মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনহো।

লিগে ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আগের সপ্তম স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।