ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ম্যানসিটির বড় জয়, পয়েন্ট হারাল চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, ডিসেম্বর ১৯, ২০২১
ম্যানসিটির বড় জয়, পয়েন্ট হারাল চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার প্রতিপক্ষের মাঠে সিটির হয়ে একটি করে গোল করেন রুবেন দিয়াস (৫), জোওয়া কানসেলো (২৭), রিয়াদ মাহরেজ (৬৩) ও রাহিম স্টার্লিং (৮৬)।

এদিকে একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে উলভসের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি।

১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।