ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, ডিসেম্বর ১৯, ২০২১
নিলামে উঠছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি সংগৃহীত ছবি

প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বাড়ি-গাড়ি নিলামে তোলা হচ্ছে। তার পাঁচ সন্তান এই নিলামে সম্মত হয়েছেন।

রোববার অনলাইনের মাধ্যমেই হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়কের স্মৃতিধন্য বাড়ি-গাড়ির নিলাম। এই নিলামের নাম রাখা হয়েছে 'টেন অকশন'। নিজের মা-বাবার থাকার জন্য যে বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়িটি নিলামে উঠতে চলেছে। বুয়েন্স এইরেসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার।  

শুধু বাড়িই নয়, নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার গাড়িও। তার ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গেছে। যার মধ্যে রয়েছে বিএমডব্লিউ ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার।

ম্যারাডোনার বাড়ি, গাড়ির পাশাপাশি তার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। এই তালিকায় রয়েছে ম্যারাডোনার জুতা, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগারসহ মোট ৮৭টি জিনিস।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।