ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

করোনামুক্ত জেমি ডে যাচ্ছেন কাতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, ডিসেম্বর ১, ২০২০
করোনামুক্ত জেমি ডে যাচ্ছেন কাতার

অবশেষে করোনা ভাইরাস মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ জেমি ডে। সোমবার তার পরীক্ষা করানো হলে ফলাফল নেগেটিভ আসে।

করোনামুক্ত হওয়ায় জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দিতে বুধবার (০২ ডিসেম্বর) কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ডে।

তবে বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বে অংশ নিতে আরব দেশটিতে পৌঁছানোর পর নিয়মঅনুযায়ী তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে জেমি ডে’কে। কিন্তু আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে শিষ্যদের ডাগআউটে তার দাঁড়ানো নিশ্চিত করতে বাফুফে কোয়ারেন্টিন কমানোর ব্যাপারে আলোচনা করবে।

জেমি ডে এর আগে গত ১৫ নভেম্বর করোনায় আক্রান্ত হন। ১৩ নভেম্বর মুজিববর্ষ সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ম্যাচের পরের দিন শনিবার সকালে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনার নমুনা সংগ্রহ করা হয় টিম হোটেল থেকে। রোববার সকালে জানা যায় জেমি করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।