ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

করোনা যুদ্ধে হাসপাতালে ১ মিলিয়ন ইউরো দান করলেন জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, এপ্রিল ৪, ২০২০
করোনা যুদ্ধে হাসপাতালে ১ মিলিয়ন ইউরো দান করলেন জাভি জাভি ও তার স্ত্রী নুরিয়া

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একের পর এক সামিল হচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার বিশাল অঙ্কের টাকা দান করে একই কাতারে সামিল হলেন জাভি হার্নান্দেজ। 

সাবেক বার্সেলানা মিডফিল্ডার ও তার স্ত্রী নুরিয়া কুনিয়েরা এক মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ১৭ লাখ টাকা) দান করেছেন হসপিটাল দে ক্লিনিক বার্সেলোনায়।  

শনিবার (০৪ এপ্রিল) এমনটাই ঘোষণা দেয় বার্সেলোনায় অবস্থিত হাসপাতালটি।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই দান দেওয়ার জন্য কাতারের ক্লাব আল-সাদের কোচ জাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।  

এর আগে বার্সেলোনা হাসপাতালে ১ মিলিয়ন ইউরো করে দান করেছেন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।