ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বার্সা থেকে ধারে রোমায় কার্লোস পেরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, জানুয়ারি ৩১, ২০২০
বার্সা থেকে ধারে রোমায় কার্লোস পেরেস কার্লোস পেরেস/ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে ধারে রোমায় যোগ দিয়েছেন কার্লোস পেরেস। ১১ মিলিয়ন ইউরোয় ধারে নিলেও আগামী গ্রীষ্মে তাকে কিনে নিতে পারবে ইতালিয়ান জায়ান্টরা। তবে এজন্য বাড়তি ৩.৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।

এদিকে পেরেসকে ধারে পাঠানোর বিনিময়ে চুক্তিতে আরও একটি শর্ত যুক্ত করেছে বার্সা। কাতালান জায়ান্টদের একাডেমি ‘লা মেসিয়া’র থেকে ভবিষ্যতে কোনো খেলোয়াড় কিনতে চাইলে সেটা বিনামূল্যে করতে পারবে রোমা।

একই সুবিধা পাবে বার্সাও।

বার্সার জার্সিতে সর্বশেষ ইবিজার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে খেলতে দেখা গেছে পেরেসকে। এরপরই মূলত তাকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, নতুন কোচ কিকে সেতিয়েনের পরিকল্পনার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তিনি।  

বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ১২ ম্যাচ খেলেছেন পেরেস। এই সময়ে ২টি গোল আর ২টি অ্যাসিস্ট এসেছে এই ২১ বছর বয়সীর পা থেকে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।