ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

খামে হুমকির সঙ্গে ‘বুলেট’ পেলেন ইন্টার কোচ কন্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, নভেম্বর ১৬, ২০১৯
খামে হুমকির সঙ্গে ‘বুলেট’ পেলেন ইন্টার কোচ কন্তে অ্যান্তোনিও কন্তে-ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরি’আ লিগে ফিরেই চমক দেখাচ্ছেন অ্যান্তোনিও কন্তে। চলমান গ্রীষ্মে ইন্টার মিলানের কোচ হওয়ার পরই দলের চেহারা পাল্টে দিয়েছেন। চলমান মৌসুমে তো তার অধীনে নেরাজ্জুরিরা শক্তিশালী জুভেন্টাসের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে।

কিন্তু এত সাফল্যের পরও ভালো নেই কন্তে। সম্প্রতি নামবিহীন একটি খাম হাতে পেয়েছেন তিনি।

যেখানে হুমকিসহ বুলেট পাওয়া গেছে। আর এমন ঘটনার পর ক্লাব ও কন্তের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।

এদিকে স্থানীয় পুলিশ এ ব্যাপারে জানিয়েছে, তারা ইতোমধ্যে খাম প্রেরণকারী সম্ভাব্য ব্যক্তি বা গোষ্ঠির ওপর তদন্ত শুরু করে দিয়েছে। এছাড়া খামের আঙুলের ছাপও নিয়েও কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।