ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

 ৯৭-৯৯ ফুটবল টুর্নামেন্ট ৬ ডিসেম্বর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, নভেম্বর ১১, ২০১৯
 ৯৭-৯৯ ফুটবল টুর্নামেন্ট ৬ ডিসেম্বর 

ঢাকা: এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ গ্রুপের আয়োজনে চলতি বছরের ৬ ডিসেম্বর ‘৯৭-৯৯ ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ অনুষ্ঠিত হবে ।

সোমবার (১১ নভেম্বর) গ্রুপটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষার নিবন্ধন করা এবং ’৯৭ সালে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে সৃষ্টি গ্রুপ এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ আয়োজনে এ টুর্নামেন্ট রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য  ওয়েবসাইটে গিয়ে অথবা ০১৭১৪৩৪২৫১৬, ০১৯১৪৪৪৪৬৩৫ নম্বরে কল করে নিবন্ধন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এবি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।