ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

৪০ বছর পর মাঠে নারী দর্শক, ১৪ গোলে ইরানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, অক্টোবর ১১, ২০১৯
৪০ বছর পর মাঠে নারী দর্শক, ১৪ গোলে ইরানের জয় ছবি:সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে কম্বোডিয়াকে ১৪-০ গোলে বিধ্বস্ত করলো ইরান। এ ম্যাচে আবার প্রায় চার দশকের অবসান ঘটিয়ে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখলেন ইরানের নারীরা। ১৯৮১ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখতে পারেনি দেশটির নারীরা।

বৃহস্পতিবার ‘সি’ গ্রুপে ঘরের মাঠ আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়াকে আতিথেয়তা জানায় ইরান।

এশিয়ান জায়ান্ট ইরানের হয়ে ম্যাচে চার গোল করেন স্ট্রাইকার করিম আনসারইফরাদ।

এছাড়া হ্যাটট্রিক করেন সরদার আজমাউন। ম্যাচের দুই অর্ধে সমান সাতটি করে গোল করে স্বাগতিকরা। যেখানে পঞ্চম মিনিটে লিড এনে দেন আহমাদ নুরুল্লাহি।

দলের হয়ে জোড়া গোল করেন মেহদি তারেমি ও মোহাম্মদ মোহেবি। আর একটি গোল করেন মেহরদাদ মোহাম্মদী।

নিজেদের গ্রুপে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইরান।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।