ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমার-কাভানিদের নতুন গুরু টুখেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩০, মে ১৫, ২০১৮
নেইমার-কাভানিদের নতুন গুরু টুখেল ছবি: সংগৃহীত

উনাই এমরি পরবর্তী প্যারিস সেন্ট জার্মেইর নতুন কোচ হলেন থমাস টুখেল। জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে পিএসজি। যেখানে তাকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও চেলসিও চেষ্টা করেছিল।

এর আগে বর্তমান স্প্যানিশ কোচ এমরির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে পিএসজি আর তা নবায়ন করেনি।

নেইমারদের আগামী মৌসুমে সেরাটা দেয়ার লক্ষ্যে থাকা টুখেল বুরুশিয়ার হয়ে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত কাজ করেছেন।

তবে ২০০৭ সালে অগসবার্গের হয়ে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। মাঝে মেইঞ্জের হয়ে ৬ বছর কাটিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১৫ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।