ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে বিশ্বকাপ শেষ ফ্রান্সের কোসিয়েলনির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, মে ৮, ২০১৮
ইনজুরিতে বিশ্বকাপ শেষ ফ্রান্সের কোসিয়েলনির ছবি: সংগৃহীত

ইনজুরিতে ছয় মাসের জন্য ছিটকে গেলেন আর্সেনাল ডিফেন্ডার লরা কোসিয়েলনি। ফলে আসছে জুনে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরে জাতীয় দল ফ্রান্সের হয়ে আর খেলা হচ্ছে না রক্ষণভাগের এই অভিজ্ঞ তারকার। অস্ত্রোপচারের পর তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

গত বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। তবে ম্যাচের ১২ মিনিটের মাথায় ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পান ৩২ বছর বয়সী কোসিয়েলনি।

এদিকে ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশাম্প ইতোমধ্যে নিশ্চিত করেছেন, কোসিয়েলনির বিশ্বকাপে খেলা হচ্ছে না।

২০১১ সালে ফ্রেঞ্চ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কোসিয়েলনির। এখন পর্যন্ত দেশের জার্সিতে তিনি ৫১টি ম্যাচ খেলেছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

এছাড়া ক্লাব পর্যায়ের বর্তমান দল আর্সেনালের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩২৪টি ম্যাচ খেলে ২৪টি গোল করেছেন কোসিয়েলনি।

আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে ফ্রান্স গ্রুপ ‘সি’তে রয়েছে। যেখানে গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৯৯৮ চ্যাম্পিয়নরা পাচ্ছে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ককে। ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।