ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর হ্যাটট্রিকে সিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৯, জানুয়ারি ২১, ২০১৮
আগুয়েরোর হ্যাটট্রিকে সিটির জয় ছবি:সংগৃহীত

সার্জিও আগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিকে নিউক্যাসেল ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এই নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইলো দলটি।

এর আগে লিগে প্রথম ২২ ম্যাচে অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিভারপুলের মাঠে ৪-৩ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি।  

এদিন ম্যাচের ৩৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে হেডের মাধ্যমে নিজের ও দলের প্রথম গোলটি করেন আগুয়েরো।

আর ‍৬৩ মিনিটে পেনাল্টি কিক থেকে জোড়া গোল দেন। কিন্তু ৮৩ মিনিটে লেরয় সানের পাসে আরও একটি গোল করলে হ্যাটট্রিক উদযাপন করেন এ আর্জেন্টাইন।

মাঝে অবশ্য ৬৭ মিনিটে প্রতিপক্ষের জ্যাকব মারফি নিউক্যাসেলের হয়ে একটি গোল শোধ করেন।

প্রিমিয়ার লিগে এ মৌসুমে আগুয়েরোর এটি ১৬তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল।

লিগে ২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।