ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

নেইমার ব্রাজিলের ‘মেসি’!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুন ২৪, ২০১৪
নেইমার ব্রাজিলের ‘মেসি’! নেইমার

ঢাকা: আর্জেন্টিনা ফুটবল দলে মেসি যেমন গুরুত্বপূর্ণ ব্রাজিল ফুটবল দলে তেমন গুরুত্বপূর্ণ নেইমার। ব্রাজিল নেইমারনির্ভর যেমন আর্জেন্টিনা নির্ভর মেসির উপর।



এমন মন্তব্য ব্রাজিলের কোচ লুইজ ফেলিপ স্কলারির।

সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় নেইমারের ব্রাজিল। ম্যাচে ১৭ ও ৩৫ মিনিটে ক্যামেরুনের জালে দু’বার বল পাঠান ‘পোস্টারবয়’ খ্যাত নেইমার।

ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে স্কলারি বলেন, আর্জেন্টিনা যেমন মেসির ওপর নির্ভর, ব্রাজিল তেমন নেইমারের ওপর। তারা দু’জনই আলাদা এবং নিজেদের জায়গা থেকে দলের জন্য কিছু করেন।

সংবাদ সম্মেলনে স্কলারি বলেন, নকআউট পর্বে চিলি আসায় অনেকে বিস্মিত হয়েছে, কিন্তু আমি নই। তারা যোগ্য হয়েই শীর্ষ ১৬-তে উঠেছে। তবে প্রতিপক্ষ হিসেবে আমি অবশ্যই চিলিকে বেছে নেবো না বলেন স্কলারি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।