ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

বাদল দিনের প্রথম কদম ফুল...

ডি এইচ বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ১৫, ২০২১
বাদল দিনের প্রথম কদম ফুল...

ঢাকা: আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বসন্তকে ঋতুরাজ বলা হলেও রূপে ও সৌন্দর্যের দিক দিয়ে বর্ষাকালই সেরা।

বর্ষায় চারপাশ মুখরিত থাকে কদম, দোলনচাঁপা, কামিনী, কেয়া, বেলি, অলকানন্দা  ও বকুল ফুলের সুবাসে।  

যারা হঠাৎ করেই ভাবতে বসেন- মুষল ধারে বৃষ্টি হবে আর শুকিয়ে যাওয়া শহর আবার ভিজবে, আজ তাদের বলে দেওয়ার দিন- শুধু শহর নয়, নগর-বন্দর-গ্রাম সব ভিজবে এবার। কেননা বর্ষা এসে গেছে। বর্ষা মাস নিয়ে রয়েছে অনেক কবিতা ও গান।

‘নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো! আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ’ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা কবিতাটি পড়লে গ্রাম বাংলার বর্ষার আসল রূপ জানা যায়।

তাই এ বর্ষায় মনে পড়ে যায় কবি গুরুর লেখা গান ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান’।  

মঙ্গলবার (১৫ জুন) থেকে শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষায় নদীনালা, খাল-বিল থাকে কানায় কানায় পূর্ণ। গাছপালাগুলো সবুজে ছেয়ে যায়। এ মাস নিয়ে রয়েছে অনেক কবিতা ও গান।
এ বর্ষার শুরুতে রাজধানীর মোড়ে মোড়ে বিক্রি করতে দেখা যায় কদম ফুল। রাজধানীর টিএসসির মোড়ে ফুটপাতে কদম ফুল কিনতে আসা লাবণী নামে এক তরুণী বলেন, কদম ফুলগুলো শুধু বর্ষাকালেই পাওয়া যায়। এ ফুলটি দেখতে অনেক সুন্দর। তাই লোভ সামলাতে না পেলে ফুলগুলো কিনেছি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।