ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ফিচার

প্রকৃতি বনাম সভ্যতার যুদ্ধ-১

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, অক্টোবর ১২, ২০১৪
প্রকৃতি বনাম সভ্যতার যুদ্ধ-১

ঢাকা: বলা যায়, পৃথিবীর সবচেয়ে আদিম এবং অবধারিত যুদ্ধ হচ্ছে, প্রকৃতি বনাম সভ্যতা। প্রকৃতির চায় নিজের মেজাজে থাকতে।

আর বলাই বাহুল্য, প্রকৃতিকে জয় করেই আজকের আধুনিক সভ্যতা।

তবে যুদ্ধে একচেটিয়াভাবে শুধু সভ্যতার জয় হয়েছে তাও নয়। প্রকৃতির দৃঢ়তায় হার মানতে হয়েছে সভ্যতার আধুনিক সব আবিস্কারকে।

সভ্যতা বরং সুবোধ বালকের মতো প্রকৃতির সাথে একরকম সহাবস্থান বজায় রেখেছে। বলা ভালো, সহাবস্থানে যেতে বাধ্য হয়েছে! ব্যাপারটা যেন এমন, তুমি ভাই তোমার মতো থাকো, তবে আমাকেও একটু সাথে রেখো।

দেখে নেয়া যাক প্রকৃতির কাছে সভ্যতার এমন কিছু পরাজয়। এ পর্বে থাকছে ১০টি ছবি।


দ্য ওল্ড পিয়ানো ট্রি (ক্যালিফোর্নিয়া)


কংক্রিট জয় করা গাছের সবুজ (হংকং)


পরিত্যক্ত পাতাল রেল (প্যারিস) 


গাছের সাইকেল ভক্ষণ (ভ্যাশন আইল্যান্ড, ওয়াশিংটন)


মাছের দখলে পরিত্যক্ত শপিং মল (ব্যাংকক)


গাছের দখলে পুরনো কারখানা (ইতালি)


লতাপাতার দখলে ফেরিস হুইল (ইতালি)


গাড়ির কবর (বেলজিয়াম)


বালির দখলে পোড়োবাড়ি (নামিবিয়া)


১৬০ বছরের পরিত্যক্ত রেললাইন (প্যারিস)

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।