ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

রাঙামাটিতে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রদর্শনী

দিশারী চাকমা, রাঙামাটি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, অক্টোবর ১১, ২০১০
রাঙামাটিতে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রদর্শনী

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কারুকলা বিভাগের শিার্থীদের উদ্যোগে ১১ অক্টোবর থেকে রাঙামাটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ওপর শিল্পকর্ম নিয়ে দু দিন ব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। ইউডার কারুকলা বিভাগের শেষ বর্ষের ৩৫ শিার্থী ও ৫ জন শিক ৮ অক্টোবর থেকে চার দিন রাঙামাটিতে অবস্থান করে প্রাকৃতিক সৌন্দর্যের ওপর এ শিল্পকর্ম তৈরি করেন এবং এ প্রদর্শনীর আয়োজন করেন।

 

রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১১ অক্টোবর বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, ইউডার সহসভাপতি ডালিয়া নাহিদ ও শিল্পী কনকচাঁপা চাকমা।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১০, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।