ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কে পাখির অভয়াশ্রম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কে পাখির অভয়াশ্রম উদ্বোধন

সাতক্ষীরা: গাছে গাছে মাটির ভাড় বেঁধে দিয়ে সাতক্ষীরার আশাশুনির মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কে পাখির অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জেলা ও উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাখির অভয়াশ্রম উদ্বোধন করেন।

এসময় প্রাণ বৈচিত্র্য রক্ষায় মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের গাছে গাছে ১০০টি মাটির ভাড় বেঁধে দেন আমরা বন্ধু’র সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আশাশুনির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম, আমরা বন্ধু’র প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান, সিনিয়র সদস্য গাজী আসাদ, আব্দুল কাদের, ফাহাদ হোসেন, আশাশুনি উপজেলা টিমের সদস্য আহসানউল্লাহ, তন্ময় হালদার, শাহরুল, জাবিবুল্লাহ, সুশান্ত, জুবায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।