ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাখির খাঁচায় ঢুকে আটকে গেল বিষধর গোখরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
পাখির খাঁচায় ঢুকে আটকে গেল বিষধর গোখরা  বাক্সের ভেতরে গোখরা। ছবি: বাংলানিউজ

মাগুরা: খাঁচায় রয়েছে দেশি বিদেশি প্রজাতির বেশ কয়েকটি পাখি। সেই খাঁচায় ঢুকে চারটি পাখি খেয়ে ফেলে বিষধর গোখরা সাপ।

এতেই ঘটে বিপত্তি। চারটি পাখি খেয়ে পেট ফুলে যাওয়ায় খাঁচায় আটকে গেল সাপটি।  

শনিবার (৩১ জুলাই) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো গ্রামে আলাউদ্দিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।  

আলাউদ্দিন শেখ জানান, করোনায় স্কুল বন্ধ তাই শখ করে পাখির খামার শুরু করে ছেলে  রাব্বি শেখ (১৫)। অল্প দিনেই খামারে চার থেকে পাঁচ প্রজাতির পাখি কিনে পালন করতে থাকে। আর সেই পাখি খাওয়ার লোভে খাঁচায় ঢুকে পড়ে গোখরা সাপটি।

প্রতিদিনের মতো শনিবার সকালে পাখিদের খাবার দিতে গিয়ে চমকে যায় রাব্বি। দেখে, পাখির খাঁচায় ফণা তুলে রয়েছে একটি সাপ। ভয়ে কিচিরমিচির করছে পাখিরা। ততক্ষণে সাপটি চারটি পাখি খেয়েও ফেলেছে। আর তাতে পেট ফুলে যাওয়ায় আটকে গেছে সাপটি।  

রাব্বি জানায়, পাখির খাবার দিতে এসে খাঁচার ভেতর সাপ দেখে চমকে গিয়েছিলাম। এর আগে এরকম কোনোদিন হয়নি। প্রতিদিন খাঁচার দরজা খুলে হাত ঢুকিয়ে খাবার দিতে হয়। একটু অন্যমনস্ক হলে আজ প্রাণ যেতে পারত।  

উদ্ধার হওয়া বিষধর সাপটি রাব্বিদের বাড়িতে একটি কাঠের বক্সে আটকে রাখা হয়েছে বলে জানায় রাব্বি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ মোল্যা (৬৫) জানান, বর্ষায় বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এ সময়ে সাপের উপদ্রুপ বেড়ে যায়।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান সাপটি উদ্ধার করে তাদের হেফাজতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।