ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

খোলপেটুয়া নদীর চর থেকে মৃত ডলফিন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
খোলপেটুয়া নদীর চর থেকে মৃত ডলফিন উদ্ধার মৃত ডলফিন। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর চর থেকে একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী এলাকায় খোলপেটুয়া নদীর চরে ডলফিনটি ভাসতে দেখে স্থানীয়রা কাশিমাড়ী ইউপি চেয়ারম্যানকে জানায়।

পরে ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ শ্যামনগর মৎস্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

শ্যামনগর মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত ডলফিনটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত দেন। ডলফিনটি ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা এবং পুরুষ প্রজাতির। এর ওজন প্রায় ৮০ কেজি।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।