ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাটুরিয়ায় গন্ধগোকুল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সাটুরিয়ায় গন্ধগোকুল উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকার জোনাব অালীর বাড়ির পেছন থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুরের দিকে গন্ধগোকুল নামে এই বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়।

সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মনির হোসেন বাংলানিউজকে বলেন, উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকার জোনাব অালীর বাড়ির পেছনে একটি বন্যপ্রাণী দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী।

 পরে থানা থেকে আমাদের জানানোর পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় যুবকদের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে একটি লোহার খাঁচায় বন্দি করে নিয়ে এসেছি।  

রোববার গন্ধগোকুলটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।